ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মে ৯, ২০২২

ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
আজ ০৯ মে, সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বরিশাল জেলা শাখার উদ্যোগে ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ বরিশাল জেলার সদস্য আব্দুল মানিক হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলার সহ-সভাপতি গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাসদ বরিশাল জেলার সদস্য কাজল দাস, সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, বিএম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান রাকিব, ১৭ নং ওয়ার্ড শাখার আহবায়ক লামিয়া সাইমুন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বাজারে দিন দিন ভোজ্য তেলের সংকট বেড়েই চলছে। বাণিজ্য সচিব ব্যবসায়ীদের সাথে বৈঠক করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা এবং খোলা তেল ৪৪ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। যা জনগণের জীবন যাত্রার ব্যয়কে বহুগুণে বাড়িয়ে দেবে, জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।

এসময়ে বক্তারা আরও বলেন, বাজার সিন্ডিকেটের দৌরাত্মে জনগণ দিশেহারা। দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজারে চাল, সবজিসহ সব জিনিসের দামে আগুণ। এমতাবস্থায় সরকারের গনবিরোধী সিদ্ধান্ত রাষ্ট্রকে ফ্যাসিবাদি রাষ্ট্র হিসেবে উন্মোচিত করেছে।
বক্তারা খাদ্য পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে সরকারি উদ্যোগে আমদানি ও বিতরণের দাবি জানান। একই সাথে টিসিবি’র পণ্য বিতরণেরর আওতা ও পরিমান বৃদ্ধি, গ্রাম-শহরে আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest