নলছিটিতে কৃষকের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে বোরো ধান সংগ্রহ কার্যক্রম’র উদ্বোধন

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২২

নলছিটিতে কৃষকের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে বোরো ধান সংগ্রহ কার্যক্রম’র উদ্বোধন

এম কে,কামরুল ইসলাম
নলছিটি প্রতিনিধিঃ

নলছিটিতে সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে লটারিতে বিজয়ী ১৮৪ জন কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৫৫৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) সকাল ১০ টায় প্রধান অতিথি থেকে নলছিটি খাদ্য বিভাগের এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

সরকারি এ উদ্যোগের ফলে কৃষকরা ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারবে যেনে খুশি কৃষকরা।

নলছিটি এলএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো.আব্দুল জব্বার জানান, নলছিটি উপজেলার ৫৫৪ মেট্রিকটন ধান কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে। আগামী ২০ জুন পর্যন্ত প্রথম পর্যায়ে লটারি বিজয়ী কৃষকরা ধান বিক্রি করতে পারবেন।

ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নাজমুল হোসাইন, নলছিটি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা কৃষক লীগ সভাপতি ফিরোজ আলম খান ও কৃষক লীগ সাধারণ সম্পাদক মো. হানিফ হাওলাদার


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest