ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মে ২০, ২০২২
বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টায় হামলা, ভাংচুর ও নির্যাতনের প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও ক্ষতিগ্রস্ত পরিবার-স্বজনরা।
গতকাল শুক্রবার (২০ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা শহরের বিশ^বিদ্যালয়ের পশ্চিম গেট সংলগ্ন লেবুখালী-বাউফল সড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, স্বজনরা অংশ নেয়। বিক্ষোভ সমােেশ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাতীয় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাবু নিরঞ্জন দস (রণজিত), নির্যাতনের শিকার পরিবারের সদস্য লিটন শীল, নমিতা রানী, তুলসী রানী, কনক রানী, আশিষ চন্দ্র শীল প্রমূখ। বক্তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গতবুধবার রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অনিল শীলের পুত্র ত্রিনাথ ও লিটন শীলের এসএ ১০ ও ১২ নং খতিয়ানের ১২৫ নং দাগের ব্যবসায়িক দোকান দখলের উদ্দেশ্যে হামলা, ভাংচুর ও নারী-পুরুষ শিশু কিশোরীদের বেধরক মারধরের ঘটনা ঘটে। দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাসির উদ্দিন মৃধা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্ট্রার মো. জসিম উদ্দিন বাদলের নেতৃত্বে ১৫/২০জনের একটি ভাড়াটে দুর্বৃত্তচক্র হামলা চালায়। দুর্বৃত্তরা পেশী শক্তির প্রভাবে দোকানের দরজা ও বেড়া ভাংচুর করে এবং ২/৩টি টিন খুলে ফেলে। এসময় বাঁধা দিতে গেলে ত্রিনাথ শীলের কাকি মা তুলসী রানী (৬০), স্ত্রী কনক রানী (৪৫), ভাইয়ের স্ত্রী নমিতা রানী (৩৫), যুবতি ভাইয়ের মেয়ে দোলা রানী শীল (১৬) ও দেবাাশিষ চন্দ্র শীল (২২)কে বেধরক মারধর করে এবং টেনে হ্যাচড়ে ঘর থেকে বেড় করার চেষ্টা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ধাওয়া করলে হামলাকারি দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিটন চন্দ্র শীল বাদি হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছে। (মামলা নং ৮, তারিখ-১৮/৫/২২)
হামলা, ভাংচুর ও ভিটি দখল চেষ্টার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সাবেক সভাপতি ও পবিপ্রবির সহকারী রেজিষ্ট্রার মো. জসিম উদ্দিন বাদল আলোকিত সময়কে বলেন, প্রতিপক্ষ উল্টো আমাদের কবলাকৃত সম্পত্তির ভিটি ও দোকান জবর-দখল করে রেখেছে। জিজ্ঞেস করতে যাওয়ায় তারা নিজেরাই বেড়ার টিন খুলে ডাকচিৎকার দিয়ে মানুষ জড়ো করেছে এবং উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST