ঝালকাঠি জেলা কৃষক দলের সাংগঠনিক সভা

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মে ২২, ২০২২

ঝালকাঠি জেলা কৃষক দলের সাংগঠনিক সভা

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মে) সকাল ১১ টায় শহরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটির সদস্য সচিব মো: তকদীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এইচ এম মহসীন আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, নলছিটি উপজেলার আহ্বায়ক মজিবর রহমান, পৌর কমিটির আহ্বায়ক মো: রফিকুল ইসলাম, রাজাপুর উপজেলার আহ্বায়ক গোলাম ফারুক মোল্লা ও সদস্য সচিব এড. মাসুম হাওলাদার, ঝালকাঠি পৌর শাখার সভাপতি মো: হাবিবুর রহমান মুন্সী, সদর উপজেলার সদস্য সচিব হাফেজ মো: ইয়াসিন আবুল, সদস্য বাবুল মিনা প্রমুখ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ঝালকাঠি সদর উপজেলার আহ্বায়ক চাষী মো: নান্না খলিফা।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ঝালকাঠি জেলা শাখার বিভিন্ন ইউনিটের কার্যক্রম পর্যালোচনা ও শাখা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে গতিবেগ করার লক্ষ্যে আলাপ আলোচনা করা হয়। মধ্যাহ্নভোজের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্তি করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest