ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২২
উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১১,আহত ২৫ জন! বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শিশুসহ ১১জন যাত্রী নিহত হয়েছে। সংবাদ পাওয়া মাত্র উজিরপুর মডেল থানা ও ফায়ার সার্ভিসের কর্মী সহ স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন।সড়ক দুর্ঘটনায় আহত হয়েছ প্রায় ২৫ জন যাত্রী। বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার ওসি আলী আর্শাদ। তিনি জানান,বাস কেটে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ বের করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।
২৯ মে রোজ রবিবার বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার নামক স্থানে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভোর ৬ টায় এ দুর্ঘটনা ঘটে বলে তথ্য পাওয়া যায়।পুলিশ জানায়,গাড়িটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দ্যেশ্যে রওনা হয়েছিল।বরিশাল জেলার উজিরপুর উপজেলার সানুহারে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।এখনও বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আলী আর্শাদ জানান, উদ্ধারকৃত আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে,গাড়িটির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে উজিরপুর ও গৌরনদীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে তথ্য জানা গিয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST