তালতলা বাজারের খালের পাশে অবৈধ দোকন উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা ভূমি অফিস।

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২২

তালতলা বাজারের খালের পাশে অবৈধ দোকন উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা ভূমি অফিস।

এম কে,কামরুল ইসলাম নলছিটি ঝালকাঠি ,

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় নলছিটি উপজেলা ভুমি অফিসের সহকারী কমিশনার মাছুমা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় খালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ৬/৭ টি দোকান উচ্ছেদ করা হয়। এবিষয়ে ঘটনাস্থলে উপস্থিত স্থাণীয়রা জানান রাতের আধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ঘড় অভিযান চালায় উপজেলা ভুমি অফিস। বাজারে একাধিক ব্যবসায়ীরা জানান, অপব্যবহার করে রাতের আধাঁরে সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মান করেছে। এ ব্যাপারে সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার খান জানান, উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। আর যদি কেউ রাজনৈতিক পরিচয় দিয়ে কোন সুবিধা নেয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest