ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ইসলামী ছাত্র আন্দোলন এর সার্বিক কাজের পর্যালোচনা ও আগামীর পরিকল্পনা ও জনশক্তির মানোন্নয়ন এবং দাওয়াতের মাধ্যমে সংগঠনের মজবুতি অর্জন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭:৩০পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাটি জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা এই সভার আয়োজন করেন। মূলত শাখার সার্বিক কাজের উন্নয়নের জন্য ঝালকাঠির দায়িত্বশীলদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক ইউসুফ আল মনসুর । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা হচ্ছি আখেরি নবীর উম্মত এবং আমরা ইসলামী সংগঠনের দায়িত্বশীল অতএব আমাদেরকে দেশ-জাতি ইসলাম নিয়ে ভাবতে হবে এবং ইসলাম আদর্শরূপে বিজয়ী করার লক্ষ্যে আমাদের প্রত্যেকেই নিজ নিজ জায়গায় থেকে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাটি জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক উপ-সম্পাদক গাজী আলী হায়দার , ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঝালকাঠি জেলার সভাপতি হাফেজ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, ইসলামী যুব আন্দোলন পৌরসভার সভাপতি মোহাম্মদ হাফিজ, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর মাওলানা মুখতার হোসাইন প্রমুখ।
সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামি চাত্র অন্দলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল । পরিশেষে চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক দায়ভার কর্তৃপক্ষ এবং রাষ্ট্রকে বহন করার আহ্বান করা হয়।
শেয়ার : ২৪৫