ঢাকা_প্রতিদিন_প্রতিনিধি_রতন_আর_নেই

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২

ঢাকা_প্রতিদিন_প্রতিনিধি_রতন_আর_নেই

এম কে, কামরুল ইসলাম নলছিটি ,

“দৈনিক ঢাকা প্রতিদিন”এর ত্রিশাল উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান রতন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। (ইন্না-লিল্লাহী,,,,, রাজিউন)
গত বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ১০টার দিকে ত্রিশালের চেলেরঘাট এলাকায় সড়ক পারাপারের সময় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার ভোর রাত ৪.৩০মি‌নি‌টের সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের নামাজের জানাজা আজ শুক্রবার বিকেল ৩.৩০মিঃ বাগান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে।
তার এই অকাল মৃত্যুতে আমরা সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন। আমিন


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest