বরিশালে বঙ্গবন্ধু ও উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

বরিশালে বঙ্গবন্ধু ও উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

চজ ২৬ জুন রোববার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ও উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান এর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ ছাদেকুল আরেফিন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, বিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোঃ গোলাম কিবরিয়াসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা,শিক্ষক,সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।

মূখ্য আলোচকের বক্তৃতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ ছাদেকুল আরেফিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন অবহেলিত বাঙালি জাতির অধিকার-মর্যাদা ও ঐক্যবদ্ধ করার জন্য যুদ্ধ করে গেছেন। তিনি গ্রহণ করেছিলেন স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে উন্নয়নের মহাপরিকল্পনা। বঙ্গবন্ধুর নেওয়া সেই উন্নয়নের মহাপরিকল্পনা আজ বাস্তবায়ন করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন তারই উদাহরণ। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাঙালী জাতি আজ আত্মমর্যাদার জাতিতে পরিনত হয়েছেন। সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান বলেন, বাংলাদেশের উন্নয়নে সুদূরপ্রসারী চিন্তাভাবনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই লক্ষেই দেশে আজ সার্বিকভাবে কাঙ্খিত উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন কে আরো গতিশীল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest