ব‌রিশালে রোবট পদ্মার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২২

ব‌রিশালে রোবট পদ্মার শুভ  উদ্বোধন করলেন  জেলা প্রশাসক

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তব আর তেমনি বাস্তব বরিশালের ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি রোবট পদ্মা। বরিশালের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) সিএসই এবং ইইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবন রোবট পদ্মা। ২৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) এর কনফারেন্স হলে ফিতা কেটে রোবট পদ্মা প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। রোবটটির নাম রাখা হয়েছে ‘রোবট পদ্মা’। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল লাকী দাস, বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরীর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান খান, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদসহ সাংবাদিক, সুধী জন, শিক্ষক শিক্ষার্থীরা।

শুরুতে রোবটের তথ্য এবং ইতিবৃত্ত সবার সামনে উপস্থান করা হয় পরে রোবট পদ্মার বিভিন্ন কার্যক্রম দেখেন অতিথিরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest