ঝালকাঠি জেলায় নলছিটি উপজেলায় জমতে শুরু করছে কোরবানির পশুর হাট

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২২

ঝালকাঠি জেলায় নলছিটি উপজেলায় জমতে শুরু করছে কোরবানির পশুর হাট

এম কে,কামরুল ইসলাম নলছিটি ঝালকাঠি ,

রবিবার ৩ জুলাই বিকাল ৩ টা থেকে নলছিটি উপজেলার তালতলা বাজার ঈদুল আযহা উপলক্ষে জমে উঠেছে বিশাল এক গরুর হাট।

তালতলা বাজারে যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় দূর দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতা জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট।

ইজা রাধাররা জান
তালতলা বাজারে দেশি-বিদেশে বড় ,মাঝারি ও ছোট অসংখ্য গরু ছাগল ভেড়া রয়েছে।

ক্রেতারা তাদের পছন্দমতন গরু ঘুরে ঘুরে দেখছে তারা জানান গত বছরের চেয়ে এবছর গরুর দাম অনেক বেশি।

ক্রেতারা আরো জানান গরুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কোন প্রাণী সম্পদ পশু ডাক্তার নাই তালতলা বাজারে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest