উজিরপুর হাবিবপুরে চোখে পড়ার মত জমে উঠেছে কুরবানির গরুছাগলের হাট

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২

উজিরপুর হাবিবপুরে চোখে পড়ার মত জমে উঠেছে কুরবানির গরুছাগলের হাট

শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হাবিবপুর গরুছাগল এর হাট জমে উঠেছে চোখে পড়ার মত।হাটটি পরিচালনা কমিটির সভাপতি মাহাবুব রশীদ মেহেদী সাধারণ সম্পাদক মোঃ সেলিম মৃধা জানান যে হাটটি সম্পূর্ণ CC ক্যামেরার আওতাধীন,সড়ক ও নৌ পথে সরাসরি হাটে গরুছাগল উঠা নামানোর সুবিধা, একটি গরু ছাগল চিকিৎসার মেডিকেল টিম,দূরের ব্যবসায়িদের থাকার সুব্যবস্থা,রাতে নিরাপত্তার জন্য হাটটি সম্পূর্ণ লাইটিং করে রাখা।হাটের সেবা ও পর্যাবেক্ষনের জন্য ২৫-৩০ জনের একটি সেচ্ছাসেবক টিম সর্বক্ষণিক আমাদের নিয়োজিত রয়েছে। হাটটি সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার নিয়মিত চলবে।এদিকে ক্রেতা ও বিক্রেতারা হাটটি পরিচালনা কমিটিকে তাদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ ও আন্তরিক ধন্যবাদ জানান।এ হাটটি পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগীতা কমনা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest