সাংবাদিকের বিরুদ্ধে ডিজটাল মামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২

সাংবাদিকের বিরুদ্ধে ডিজটাল মামলার প্রতিবাদে  পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধিঃ বরগুনার সাংবাদিকের বিরুদ্ধে ডিজটাল আইনে মামলা করে হয়রানীর প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।
আজ ২৬ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব আয়োজনে প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায়, সম্প্রতি বরগুনা জেলার ৭১’ টেলিভিশনের প্রতিনিধি ইমরান হোসেন টিটু এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যা মামলার বাদী তথাকথিত সাংবাদিক চাঁদাবাজ সন্ত্রাসী মোঃ বাদল ওরূফে বাক্স বাদলের বিচার দাবীতে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি ও পটুয়াখালী সাংবাদিক ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী, প্রেসক্লাবের সহ-সভাপতি ও পটুয়াখালী সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব জালাল আহমেদ, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম, ৭১ টিভি এর পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবির রিপন প্রমুখ। প্রকাশ, চলতি বছরের মার্চ মাসে পটুয়াখালীসহ দক্ষিনাঞ্চলের মিজার্গঞ্জে মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফার মাজার শরীফের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রচার করে ৭১ টিভিতে। এ প্রচারিত সংবাদে জড়িত কথিত সাংবাদিক বাদল হোসেন ফকির ওরূপে বাক্স বাদল নিজেকে রক্ষার জন্য বরগুনা ৭১ টিভির প্রতিনিধি ইমরান হোসেন টিটুকে আসামী করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।
সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলা-উপজেলার সাংবাদিকরা অংশ নিয়ে মামলার বাদী কথিত সাংবাদিক বাদল হোসেন ফকিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানায়।

মানববন্ধনে উল্লেখিত সাংবাদিকরা বলেন-সাংবাদিক ইমরান হোসেন টিটু মাজার শরীফের দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার শিকার হয়েছেন। অথচ এই আইন প্রনয়নকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন-এই আইন গনমাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেনা। আজ সে আইন দিয়ে দুনর্ীতিবাজ মহল গনমাধ্যমকে বাকরুদ্ধ করতে চাইছে। এই কালো আইন বন্ধের দাবী জানান। বক্তারা বলেন,মামলার বাদী বাদল ফকির ওরূপে বাক্স বাদল সাংবাদিক পরিচয়ে মানুষের সাথে প্রতারনা করে আসছে। যার অহরহ উদাহরন এবং অভিযোগ দৃশ্যমান। এছাড়াও বাদলের নেতৃত্বে একটি চক্র নারী দিয়ে কৌশলে মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার এন্তার অভিযোগ রয়েছে। নানা ঘটনায় বাদলের বিরুদ্ধে মিজার্গঞ্জ, পটুয়াখালী, মহিপুর থানায় জিডিসহ একাধিক অভিযোগ দেয়া হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। যে কারনে বাদল গং বেপরোয়া হয়ে উঠেছে। ৭১ টিভির প্রতিনিধি টিটরু বিরুদ্ধে করা মিথ্য ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং বাদলের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

ডিজিটাল মামলার শিকার সাংবাদিক ইমরান হোসেন টিটু বলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ ঐতিহ্যবাহী ইয়ার উদ্দিন খলিফার মাজারের অনিয়ম-দুর্নীতির রিপোর্ট ৭১ টিভিতে প্রচার করি। প্রচারের পূর্বে মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিকের ভাগ্নে বাদল ওরফে বাক্স বাদল ফকির গ্লোবাল,এশিয়ান টিভি ও বনিক বার্তার প্রতিনিধি পরিচয়ে আমাকে ঘুষের প্রস্তাব করে, যা ৭১ টিভিতে প্রচার হয়। প্রচারের এক মাস পরে ৫ এপ্রিল বরিশাল সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে বিষয়টি গোপন রাখেন। পরে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সচেতন মহলে তোলপাড় সৃষ্টি হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest