ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে নলছিটি উপজেলার কুসংগল ইউনিয়ন সংলগ্ন শ্যামপুর বাজারের খালের ওপর বন্ধ থাকা ব্রিজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মাববন্ধন করে ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এসময় স্থানীয় বাসিন্দারা বলেন,বাকেরগঞ্জের রংগশ্রী ইউনিয়ন ও আমাদের কুশঙ্গল ইউনিয়ন সংলগ্ন শ্যামপুর বাজার খালের উপরের ব্রিজটি এক দশক আগে ভেঙ্গে যাওয়ার পরে গত বছর নতুন ব্রিজের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে।মাত্র দুই তিন মাস কাজ করার পরেই বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।এতে মহা দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের এলাকার অন্তত ২০ হাজার মানুষ ।মানববন্ধনে বক্তারা বলেন একটি কাঠের সাঁকো দিয়ে পার হতে গিয়ে স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীরা এবং বৃদ্ধরা প্রায়ই দুর্ঘটনায় পড়ছেন।ছাত্র ছাত্রীদের বই খাতা খালে পরে নষ্ট হয়ে যাচ্ছে,প্রাথমিক বিদ্যালয়ের ছোট বাচ্চারা মৃত্যুঝুঁকি নিয়েই কাঠের সাঁকো পার হচ্ছে। প্রসূতি ও অসুস্থ্য রোগীদের চিকিৎসা সেবা নিতে যাওয়া সম্ভব হচ্ছে না।ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে প্রায়ই তারাও দুর্ঘটনায় পড়ছেন।তাই এ থেকে পরিত্রাণের জন্য এলাকাবাসী বৃহস্পতিবার সকাল ১১ টায় নলছিটি উপজেলার সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য ও ছাত্রলীগ নেতা আরিফ সিকদারের নেতৃত্বে নলছিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা সিকদারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ ব্যাপারে জানতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কে ফোন করলেও তিনি রিসিভ করেন নি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST