বরিশাল বিসিক ডিজিএম এর গাড়ি চালক ইয়াবাসহ আটক

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

বরিশাল বিসিক ডিজিএম এর গাড়ি চালক ইয়াবাসহ আটক

বরিশাল প্রতিনিধি ॥ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিসিক) বরিশালের উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদের গাড়িচালক রাশেদ মীরকে (২৭) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে বরিশাল বিসিক সংলগ্ন বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রাশেদ বরিশাল নগরীর ২ নম্বর ওয়ার্ডের বিসিক রোডের কমিশনার গলির বাসিন্দা মান্নান মীরের ছেলে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। তিনি বলেন, আটকের সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক রাশেদ জানিয়েছেন তিনি বরিশাল বিসিকের উপ-পরিচালকের গাড়িচালক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়ন কর্পোরেশন বিসিকের উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদ জানান, রাশেদ তাদের চুক্তিভিত্তিক কর্মচারী। মাদকসহ আটকের বিষয়টি শুনেছি। তার বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest