উজিরপুরে মশাং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২

উজিরপুরে মশাং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন এর মশাং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। ২৯ আগষ্ট রাত আড়াইটার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে নৈশপ্রহরী মোখলেস হাওলাদার আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করলে স্হানীয়রা জড়ো হয়।তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে স্হানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সুত্রে জানা যায় দোকান মালিক ও ফার্মেসীর ব্যবসায়ী নাজমুল হক স্বপন এর দোকান পুড়ে ১৫ লক্ষ ও ইউনুস বেপারীর ফার্নিচার ব্যবসার দোকান পুড়ে ১০ লক্ষ,জব্বার বেপারীর কাঠের গুদামে পুড়ে ২লক্ষ,সাইদুর রহমান হাওলাদারের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা তবে আগুনের সূত্রপাত এখন পর্যন্ত জানা যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে স্হানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest