ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২
নলছিটি প্রতিনিধিঃ দাঙ্গা কিংবা যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় অধিকতর চৌকস ও পরিকল্পিত প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং অনুশীলন কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে নলছিটি থানায় রায়ট ড্রীল অনুশীলন অনুষ্ঠিত হয়।
👉নলছিটি থানা, নলছিটি পুলিশ ফাঁড়ি এবং মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সকল পুলিশ সদস্য একযোগে অনুশীলনে অংশ নেন। জেলা পুলিশ লাইন্স থেকে আগত দেশ-বিদেশে প্রশিক্ষণরত পুলিশ প্রশিক্ষকদের তত্ত্বাবধায়নে সকল অফিসার-ফোর্স ঘন্টাব্যাপী রায়ট ড্রীল অনুশীলন করেন।
👍এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঝালকাঠি প্রশান্ত কুমার দে। তিনি বলেন, রায়ট ড্রীল অনুশীলনের মাধ্যমে পুলিশ সদস্যদের শারীরিক ও মানষিক ক্ষিপ্রতা, পেশীর 💪ক্ষিপ্রতা, 🫁ফুসফুসের শক্তি সহনশীলতা, 🧠দ্রুত চিন্তা, সঠিক সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা, প্রতিপক্ষের কৌশল ও মনোভাব অনুধাবনের যোগ্যতা অর্জিত হয়। এর মাধ্যমে পুলিশ সদস্যগণ প্রতিপক্ষের অভিসন্ধি রপ্ত করে তাৎক্ষণিকভাবে আক্রমন প্রতিহত করতে সক্ষম হন।
👉নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান বলেন, পুলিশ সদস্যগণ কর্তব্যরত অবস্থায় নিজের জানমাল, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহনই এই অনুশীলনের মূল লক্ষ্য।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST