উজিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের অভিযোগ

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন এর দক্ষিণ নাথারকান্দি ১৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট এর অভিযোগ পাওয়া গিয়েছে।সরজমিনে গিয়ে দেখা যায় অত্র বিদ্যালয়ে সরকারি নির্দেশনা মোতাবেক বঙ্গবন্ধু কর্নার,মুক্তিযোদ্ধা কর্নার,শেখ রাসেল কর্নার সহ স্বাস্থ্য সুরক্ষা জিনিস পত্র সামগ্রি, বিদ্যুৎ নিরাপদ ব্যবস্তা যন্ত্র রয়েছে বিদ্যালটিতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ আলহামরা পারভীন তিনি জানান যে আমাদের বিদ্যালয়টিতে শিক্ষক পদ রয়েছে সর্বমোট ৫জন তবে আমরা কর্মরত রয়েছি ৩জন এখানে ২টি পদ শূন্য থাকায় আমাদের একজন শিক্ষকের ৯ টি করে ক্লাস নিতে হয়।বিদ্যালয়ে ১ টি ভবন তার মধ্যে ৩ টি কক্ষ রয়েছে,১ টিতে আমাদের অফিস কার্যক্রম চলে।বাকি ২ টিতে শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের কার্যক্রম পরিচালনা করা হয়।এখানে কোন ওয়াস ব্লগ বা টয়লেট নাই।বিদ্যালয়টিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়া লেখা করানো হয়।শিক্ষার্থীদের ক্লাস রুমের সংকট তাই বাধ্য হয়ে বর্তমানে দপ্তরির রুমে শ্রেণির কার্যক্রম চলছে।বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারনে ছাত্র ভর্তি হয়ে তা চলে যাচ্ছে। বিদ্যালয়ের উপরে ২টি শ্রেণির কক্ষ হলে শ্রেণির শিক্ষার্থীদের পড়া লেখার কার্যক্রম সুন্দর ভাবে চালান যায়।অপর দিকে সহকারী শিক্ষক ননী গোপাল বিশ্বাস তিনি জানান আমার বাড়ি উজিরপুর উপজেলা দত্তসার গ্রামে বিদ্যালয় থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে।আমি এই বিদ্যালয়ে ৮ বছর যাবত কর্মরত রয়েছি শিক্ষক সংকট এর কারনে বদলি হইতে পারছি না।বিদ্যালয়টিতে রীতিমত আসা যাওয়ায় প্রচন্ড কষ্ট এবং ব্যায় বহুল। তাই উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানান যে দ্রুত সময়ের মধ্যে যাহাতে ২ জন শিক্ষক সংকট,শ্রেণি কক্ষ সংকট,ওয়াস রুম বা টয়লেট সংকট এর ব্যবস্তা গ্রহণ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest