সওজ’র ও ডিসি অফিসের অধিগ্রহণকৃত জমি দখল করেছে ভূমিদস্যুরা

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

সওজ’র ও ডিসি অফিসের অধিগ্রহণকৃত জমি দখল করেছে ভূমিদস্যুরা

বরিশাল অফিসঃ বরিশাল সদর উপজেলার ১নং সিএন্ডবি পুল সংলগ্ন জুমির খান সড়ক ও বরিশাল টু কুয়াকাটা মহাসড়কের সংলগ্ন বগুরা আলেকান্দা মৌজায়, জেএল-৫০,এসএ- খতিয়ান নম্বর – ৪২৫/৪৩২/৫৬০/৫৬১/৫৬৩ যাহার দাগ নং ৬৮৭৩,৬৮৭৪ নম্বর দাগ ‘ জোরদখল করে রেখেছে।যেটি সড়ক ও জনপথ অধিদপ্তরের,ডিসি অফিসের জমি।তারা ২২.০৭.১৯৮০ সাল হইতে চলতি বছর পর্যন্ত মূল্যবান সরকারি জমি জোরদখল করে রেখেছেন।ঘুষ প্রদান করে সরকারি জমি দখল,জাল কাগজ সৃষ্টি,সরকারি জমিতে জোরদখল করে অবৈধভাবে দোকান তৈরি করে দখলে রেখেছেন তারা। আবার একই দাগে নতুন করে দখল নিয়ে একাধিক কথিত ডেভেলপমেন্ট কোম্পানির সাইনবোর্ডে দখল শুরু করেছে একটি চক্র। চক্রটি বহু বছর ধরে অবৈধভাবে জালজালিয়াতির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন স্থানে গচ্ছিত করেছে এবং রুপান্তর করেছে। যা মানি লন্ডারিং আইনানুযায়ী দণ্ডনীয় অপরাধ।

রাষ্ট্রীয় স্বার্থে সরকারি জমি পুনরুদ্ধার ও জালিয়াত চক্রের দিকে সংশ্লিষ্ট কতৃপক্ষ এবং  দুদক দৃষ্টি দেওয়ার অনুরোধ করেছে সচেতন মহল।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest