ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
শর্বরী গোমস্তা– পদ্মা সেতুর জন্য মোরা, বিশ্ব নন্দিত, বিশ্ববাসী গড়ছে সেতু শত শত। কোথাও আছে উড়াল সেতু, কোথাও ঝুলন্ত, পদ্মা সেতুর বৈচিত্র্যতার, নেই কোন অন্ত। নিজের দেশের অর্থায়নে, গড়েছি এ সেতু। বিশ্ববাসী খুজছে সেতুর অর্থায়নের হেতু। খুজে দেখে সবই স্বচ্ছ, নেই কোন ধোঁয়াশা, এটাই ছিলো মুজিব কন্যা শেখ হাসিনার আশা। স্বপ্ন যখন পূর্ণ হলো, তোমারি নেতৃত্বে, তোমায় নিয়ে গর্ব করে সকল প্রভু-ভৃত্যে। পদ্মা সেতুর দক্ষিণ পাড়ে, বঙ্গবন্ধুর বাড়ি, দেখতে যাব সবাই মিলে, চল তাড়াতাড়ি। **************************** ঋণ শর্বরী গোমস্তা আমি তো জন্মেই ঋণী বাবার কাছে পিতৃত্বের ঋণ মায়ের কাছে মাতৃত্বের ঋণ শিক্ষকের কাছে শিক্ষার ঋণ ভাইয়ের কাছে ভ্রাতৃত্বের দিন বোনের কাছে ভগ্নির ঋণ পরিবারের কাছে পারিবারিক ঋণ প্রতিবেশীর কাছে সামাজিক ঋণ দেশের কাছে রাষ্ট্রীয় ঋণ প্রকৃতির কাছে পার্থিব ঋণ। আমৃত্যু আমাকে এই ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে, আমি কখনো এই ঋণ থেকে মুক্ত হতে পারব না, আমার শরীরটা যখন মাটির সাথে মিশে যাবে তখনও আমি মাটির কাছে ঋণী থাকব কারণ পৃথিবীতে আসার সময় আমার হাতদুটো শূন্য ছিল। শুধু রক্তমাংসে গড়া একটা শরীর যা নিয়ে আজ আমি অহংকার করি আসলে সেই খর্বকায় শরীরটা আজ অবধি পৌঁছাতে আমি যে কত জনের কাছে কতো ভাবে ঋণী হয়ে গেছি তা নিজেই জানি না সব ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না শুধু মিথ্যা বড়াই করে দিনযাপন করে যাচ্ছি মাত্র, যেখানে আমিই আমার না।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST