মেহেন্দিগঞ্জে ছাত্রনেতা হিমুর উদ্যােগে মণ্ডপে সিসি ক্যামেরা উপহার

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

মেহেন্দিগঞ্জে ছাত্রনেতা হিমুর উদ্যােগে মণ্ডপে সিসি ক্যামেরা উপহার

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আবহমানকাল থেকেই পূজাকে ঘিরে মণ্ডপের সৌন্দর্যবর্ধন ও প্রতিমার সৌন্দর্যবর্ধন নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এক নীরব প্রতিযোগিতা চলে আসছে। দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বক্ষণিক নজরদারির আওতায় আনতে ব্যতিক্রম উদ্যােগ নেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন খান হিমু। তিনি পৌরসভার চরহোগলা ও খরকি ওয়ার্ডের দুইটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা উপহার হিসেবে দেন। এছাড়াও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। চরহোগলার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও মধ্য খরকী শ্রী রাধে গোবিন্দ মন্দিরে রোববার (০২ অক্টোবর ) সিসি ক্যামেরা গুলো বিতরণ করেন হেমায়েত উদ্দীন খান হিমু। এ সময় পূজা মণ্ডপ পরিদর্শনে আয়োজকদের সাথে কুশল বিনিময় করেন, শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে ও আনন্দের মাঝে পালিত হয় তার জন্য আমার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। স্থানীয়রা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এসব ক্যামেরা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest