উজিরপুরের হারতায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় লক্ষ মানুষের ঢল।

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

উজিরপুরের হারতায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় লক্ষ মানুষের ঢল।

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহাসিক পুরাতন হারতা বন্দরে হিন্দু ধর্মালম্বিদের লক্ষী পূজা উপলক্ষে সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীর তীরে ৯অক্টোবর বিকাল ৩টায় ঐতিহ্যবাহী ১৬৪ তম নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ আনিচুর রহমান,বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির আন্তজাতীক বিষয়ক সম্পাদক ফাইয়াজুল হক রাজু,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সার্কেল আবু জাফর রহমত উল্লাহ, হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অমল মল্লিক, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শুনিল কুমার বিশ্বাস,সাবেক চেয়ারম্যান ডাঃ হরেন রায়,সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে নানা রংঙে সাজানো নৌকা নিয়ে,ডাক ঢোল,বাদ্য যন্ত্রের তালে তালে ৬টি দল নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্ৰহন করেন। এসময় নৌকা বাইচ অনুষ্ঠান উপভোগ করার লক্ষে নদীর দুই প্রান্তে প্রতি বছরের ন্যায় লাক্ষ মানুষের ঢ’লে আনন্দ উৎল্লাসে মেতে ওঠে উৎসব মূখোর মানুষেরা।নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রবিন রায়,দ্বিতীয় স্থান অধিকার করেন সোনাতন,তৃতীয় স্থান অধিকার করেন লাজারেস্ট এর দল।নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest