কবির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২

কবির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে কবির হাওলাদার (৩৮) হত্যার দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।শুক্রবার সকালে কুশঙ্গল ইউনিয়ন পরিষদের সামনে সড়কে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন- স্থানীয় চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, কবিরের ছেলে আরিফ হাওলাদার , চাচতো ভাই শহিদুল ইসলাম হাওলাদার, স্থানীয় বাসিন্দা মোস্তফা সিকদার, খলিল মল্লিক, ইউনুস হাওলাদার, মূসা প্রমুখ।

এ সময় বক্তারা হত্যাকাণ্ডের এতদিন দিন অতিবাহিত হলেও এখনো কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর উপজেলার দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারনা তাকে শ্বাস রোধ করে হত্যার পরে তার লাশ দীঘির পাড়ে ফেলে রাখা হয়। তিনি পূর্ব সরমহল গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে । কবির বড়শি দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সাথে প্রকৃতভাবে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে। অপরাধ করে কোন অপরাধী পার পেয়ে যাবে না। আমাদের অভিযান অব্যাহত আছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest