নলছিটিতে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

নলছিটিতে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত

নলছিটি প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর বহুমাত্রিক ঝুঁকি এখনই প্রয়োজন জরুরি পদক্ষেপ গ্রহণ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার ( ১৫-ই অক্টোবর-২০২২) সকাল ১০ টায় নলছিটি চায়না মাঠ সড়ক এনএমএস কার্যালয় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উৎযাপন ঝালকাঠি জেলা কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি মোঃখলিলুর রহমান মৃধা।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা ও প্রতিবেদন পাঠ করেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নলছিটি যুব মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সোনিয়া আক্তার আরজু।
নারী নেএী মোসাৎ ফাতেমা বেগম, নারগিস আক্তার সুহাসিনী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর পরিচালক সাথী আক্তার প্রমুখ। বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ অঞ্চলের নারী ও কিশোরিরা বহুমাত্রিক ঝুঁকির সমূখীন হচ্ছে। মাএাতিরিক্ত লোনাপানির দৈনন্দিন ব্যবহারের ফলে জরায়ু সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়।এ সমস্যা গুলো সমাধানের জন্য বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান।
উক্ত প্রোগ্রাম বাস্তবায়নের সহযোগিতায় ছিলেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটি,নলছিটি মডেল সোসাইটি, চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সারদল দুঃস্থ মহিলা কল্যাণ সমিতি।
অনুষ্ঠান শেষে নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ঝালকাঠি জেলার গ্রামীণ নারীদের কে ধাএী মাতা,রত্নগর্ভা মা,বীজ সংরক্ষণ কারী,নারী উদ্যোক্তা সহ ৫ জন জেলার শ্রেষ্ঠ নারীকে সম্মাননা পত্র পুরুষ্কারে ভুষিত করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest