বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২২

বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর  ৬ষ্ঠ  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে
৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ।

২০ অক্টোবর বৃহষ্পতিবার নগরীর আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাব মিলনায়তনে দুপুর ২ ঘটিকায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাভ ফর ফ্রেন্ডসের সক্রিয় সদস্যদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। বিভিন্ন স্হান থেকে আগত শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্নাননা স্বারক সনদ বিতরণ করা হয়।

এছাড়া শিশু দের নিয়ে হামদ-নাত ও কবিতা আবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকান্ড অতিথিদের মাঝে তুলে ধরা হয়।৬বছর পূর্বে মাত্র ৭ জন সদস্য নিয়ে পথ চলা শুরু করে লাভ ফর ফ্রেন্ডস বর্তমানে ১৬ টি জেলার বিভিন্ন স্হানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা পালন করছে।যার মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্ত দান,বৃক্ষ রোপন কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ,রমজান ও ঈদ সামগ্রী বিতরন অন্যতম।

এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দীপ গড়াই অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল,প্রফেসর শাহ সাজেদা সভাপতি সনাক বরিশাল,জনাব মোশাররফ হোসাইন শাখা ব্যবস্হাপক পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড বরিশাল, ইঞ্জিনিয়ার জিহাদ রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বলেন সামাজিক কর্মকাণ্ডে লাভ ফর ফ্রেন্ডসের কার্যক্রমে আমি মুগ্ধ কারন একটা সুন্দর মন আর ইচ্ছে থাকলেই এতো ভালো কাজ করা সম্ভব তার জলন্ত উদাহরণ সংগঠনটি।আমি সংগঠনের সাফল্য কামনা করছি যাতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকুক।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদার বলেন, সকলের সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে এতোটা পথ পাড়ি দেয়া সম্ভব হয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো অফুরন্ত।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest