ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
মিলন কান্তি দাস
নলছিটি,ঝালকাঠি
নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ৮নভেম্বর নভেম্বর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ড্রেজারটি আটক করেন এবং ওই অর্থদন্ড প্রদানকরেন।
বরিশাল জেলার আবদুর শুক্কুর হাওলাদারের ছেলে রুম্মান হাওলাদার ড্রেজারের মালিক বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে অনুযায়ী তাকে এ জরিমানা করা হয়েছে। আগামীতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নলছিটির সুগন্ধা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে বেশকিছু এলাকা ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST