নিহত ববি শিক্ষার্থীর গায়েবী জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

নিহত ববি শিক্ষার্থীর গায়েবী জানাজা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো : বরিশাল ‍বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী দুর্গঘটনায় নিহত ইসমাইল ইমনের গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সাদেকুল আরেফিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খোরশেদ আলম, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইউম, বন্দর থানার ওসি আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে নিহতের বিচার চেয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে বরিশাল কুয়াকাটা সড়কের দু’পাশে শত শত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে।

বিক্ষোভকারীরা শিক্ষার্থীর মৃত্যুর ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি জানিয়েছে। এগুলো হলো, ইসমাইল ইমনের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দিতে হবে, চিকিৎসায় গাফিলতির কারণ ক্ষতিয়ে দেখে দোষিদের আইনের আওতায় আনতে হবে, সাকুরা বাসের রুট পারমিট সাময়িক বাতিল করতে হবে, প্রত্যেক বাসকে জিপিএস ট্র্যাকিং এর আওতায় এনে অতিরিক্ত গতির জন্য জরিমানার ব্যবস্থা করতে হবে, স্পিড লক ব্যবস্থা কার্যকর করতে হবে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল ইমন গুরুত্বর আহত হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest