ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২
মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি
নলছিটির গোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার ভাবনা (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১০ নভেম্বর বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো নিজ বিদ্যালয়ে যাচ্ছিল ভাবনা।
পুলিশ ও স্থানীয়রা জানান উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে দিয়ে সকাল ১১টার দিকে স্কুলে যাচ্ছিল ভাবনা। এ সময় অবৈধ ডাইসু গাড়ির চাপায় গুরুতর আহত হয় ভাবনা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুরের দিকে ভাবনার মৃত্যু হয়।
নিহত ভাবনা গোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। এবং গোদন্ডা গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক ডাইসু গাড়িটিকে আটক করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST