ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
মো: আ: হামিদ মধুপুর প্রতিনিধি: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের দেশকে সোনার মতো করে গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য এই বাংলাদেশকে আমরা একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলবো। তিনি বলেন, ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করবো। এই সময়ের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত দেশ। দেশে দারিদ্রের হার কমানো হচ্ছে। প্রতিটি ছেলে-মেয়ে লেখাপড়া শিখবে। দেশের মানুষ খাদ্য নিরাপত্তা পাবে। পুষ্টি পাবে, পুরো দেশ ডিজিটাল হবে। শুক্রবার (০৭ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারী কলেজ মাঠে ‘তারুণ্যের হাট’ সংগঠনের ১৬ বর্ষপূর্তির আয়োজনে তারুণ্যের উৎসবে তারুণ্যের হাট এর সভাপতি মুহাম্মদ আল মামুন খানের সভাপতিত্বে ও সাজ্জাদ রহসান হ্যাভনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, আজকের তরুণ সমাজই উন্নত সমৃদ্ধ আধুনিকয়ান বাংলাদেশে পরিচালনা করবে। তাই তরুণ সমাজকে দেশ প্রেমে জাগ্রত হতে হবে। প্রতিটি গ্রামই হবে আমাদের শহর। দেশ এখন উন্নয়নশীল সেই সাথে মানুষের জীবন-যাত্রার মান উন্নয়ন হয়েছে। তারণ্যের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,।চলচিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, আরিফা পারভীন জামান মৌসুমী, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মধুপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হোসেন, জাহিদ হাসান সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST