শূন্যতা

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

শূন্যতা

শূন্যতা
এম,অলিউল্যাহ (হাসনাইন)

নিস্তব্ধ পৃথিবী, শান্ত দুনিয়া
যেখানে-সেখানে, সবখানে শূন্যতা।
মহামারীর প্রকোপে পৃথিবীর স্তব্ধতা
আমাকেও গ্রাস করেছে শূন্যতা।

চারিদিকে যেন ধুধু প্রান্তর
একাকিত্বে মানব অন্তর।
পৃথিবীতে আজ মোকাবেলার ঝড়
মানবকূল যেন স্বার্থপর।

হাড়িয়ে গেছে ভ্রাতৃত্বের বন্ধন
চারিদিকে অজানা ক্রন্দন।
চাহিনা আর বদ্ধ,একাকিত্ব
ফিরিয়ে দাও মহান,প্রীতিত্ব।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest