ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, বিএনপির উন্নয়ন হচ্ছে হাওয়া ভবন তৈরি করে লুটপাট, সীমাহীন দুর্নীতিতে বিশ্বের কাছে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া। আর বর্তমান আওয়ামী সরকার বাংলাদেশের এমন কোন জনপথ নেই যেখানে শেখ হাসিনার উন্নয়ন বিদ্যুৎ থেকে রাস্তাঘাট দৃশ্যমান নয় এ কথা দেশে কেউ বলতে পারবেনা।
বৃহস্পতিবার সকাল ১১টায় আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজ মাঠে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী মন্ডলের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু।
এ সময়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও (জিপি) এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম সোলায়মান আলী।
সম্মেলনটির সঞ্চালনা করেন আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
এ সম্মেলনে সাধারণ কাউন্সিলারদের ভোট গ্রহন শেষে সন্ধায় আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি হিসেবে অধ্যক্ষ মোকছেদ আলী ও সাধারন সম্পাদক হিসেবে আহসান কবির এ্যাপ্লব এর নাম ঘোষণা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST