ঢাকা ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১
চিত্রনায়িকা পরীমনিকাণ্ডে আটক হয়েছেন নির্মাতা ও পরিচালক চয়নিকা চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এর আগে পরীমনি গ্রেফতারের পর ব্ল্যাকমেইলিংসহ বেশ কয়েকটি অভিযোগ ওঠে পরিচালক চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে। তখন থেকেই গুঞ্জন চলছিল যে আটক হতে পারেন এই নির্মাতা।
চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ১৯৯৮ সালে বোধ নামের নাটকের স্ক্রিপ্ট রাইটার হিসেবে আত্মপ্রকাশ করেন চয়নিকা চৌধুরী।
এরপর ২০০১ সালে ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে নির্মাতার খাতায় নাম লেখান। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয় তার। এই সিনেমার নায়িকা পরীমনি। নির্মাতা ও পরিচালক হিসাবে গত ১৭ সেপ্টেম্বর তার ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ হয়।
দেশের প্রথম নারী হিসেবে চয়নিকা চৌধুরীই প্রথম সবচেয়ে বেশি নাটক ও ধারাবাহিক নির্মাণ করেছেন।
নির্মাতা চয়নিকা চৌধুরীকে পরীমনির কথিত মা হিসেবে পরিচিত। নায়িকাও চয়নিকাকে মা বলে সম্বোধন করেন। গত ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা চালানোর অভিযোগ করলে পরীমনির পাশে দাঁড়ান চয়নিকা চৌধুরী। কিন্তু গত ৪ আগস্ট পরীমনি আটক হওয়ার পর থেকে তিনি নিরব ছিলেন।
তবে গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে এক সাংবাদিককে চয়নিকা চৌধুরী জানান, পরীমনির সঙ্গে তার শুধু কাজের সম্পর্ক রয়েছে। এ নায়িকার ব্যক্তিগত জীবনের বিষয়ে কিছুই জানেন না তিনি।
প্রসঙ্গত, গত বুধবার রাতে বিপুল পরিমাণ মাদকসহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য রাখা, পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST