গাইবান্ধায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

গাইবান্ধায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন আজ ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছেন জেলা প্রশাসন, গাইবান্ধা।

দিবসটির বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকালে পৌর পার্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবদুল মতিন। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক আবদুল মতিন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, গাইবান্ধা; সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, গাইবান্ধা জেলা শাখা; গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান; গাইবান্ধা পৌরসভার মেয়র; বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, গাইবান্ধা শাখার সাবেক কমান্ডার; জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; বীর মুক্তিযোদ্ধাগণ; আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), গাইবান্ধা। আলোচনা শেষে ১৫ আগস্ট ১৯৭৫ সালে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাত কামনার জন্য এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং অনলাইন প্লাটফর্মে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বাদ যোহর জেলার সকল মসজিদে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং সকল মন্দির, গির্জা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তাছাড়া, ১০ জন অসচ্ছল সংস্কৃতি কর্মীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest