জাফলং পর্যটন স্পটে শিশু উদ্ধারে ট্যুরিস্ট পুলিশের উপহার দেড়শ টাকা |

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মে ৭, ২০২২

জাফলং পর্যটন স্পটে শিশু উদ্ধারে ট্যুরিস্ট পুলিশের উপহার দেড়শ টাকা |

মোহাম্মদ মাহমুদুল হাসান |
আলোকিত সময়. কম |

জাফলং ট্যুরিস্ট পুলিশ হারিয়ে পাওয়া একটি শিশু উদ্ধার করেছেন।
শিশুটির নাম মোসাঃ মিম (৯) পিং স্বপন মিয়া,সাং হাসিমপুর, থানা-দেলদোয়ার জেলা নরসিংদী।
শিশুকে উদ্ধার করে মা’য়ের কাছে ফিরিয়ে দেওয়ার পর কিছুদূর হেঁটে গিয়ে আবার ফেরত এসে শিশুর মা খুশীতে আবেগাপ্লুত হয়ে ট্যুরিস্ট পুলিশের ইউনিট ইনচার্জকে ১৫০ টাকা দিতে আসেন। টাকা দেওয়ার আবেদন এতোই আবেগপ্রবণ ছিলো যে বাধ্য হয়ে ইনচার্জ মহোদয় শিশুটির মা’য়ের টাকা গ্রহন করেন। পরবর্তীতে ইউনিট ইনচার্জ শিশুটির হাতে চিপস খাবার জন্য টাকাগুলো দিয়ে দেন। হারিয়ে পাওয়া শিশুটির মা’য়ের, পুলিশের হাতে ১৫০ টাকা উপহার দেওয়ার ঘটনাটি উপস্থিত সবাইকে অবাক করেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest