সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ব্র্যাকের শিক্ষা তরীর উদ্বোধন

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ব্র্যাকের শিক্ষা তরীর উদ্বোধন

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ব্র্যাকের বিজ্ঞান তরী, গণিত তরী ও মূল্যবোধ তরী নামের তিনটি ভ্রাম্যমাণ শিক্ষা তরীর উদ্বোধন হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও স্কিল ডেভলাপমেন্ট মাইগ্রেশনের পরিচালক সাফি রহমান খান। বিশেষ অথিতির বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান,
ব্র্যাক শিক্ষা কর্মসূচির সদর উপজেলার ম্যানেজার মানুষী রায় প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রধান প্রফুল্ল চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ম্যানেজার প্রসেনজিৎ বিশ্বাস।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি, বিশেষ অথিতিসহ ব্র্যাকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ভ্রাম্যমাণ শিক্ষা তরীর উদ্বোধন করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest