ঢাকা ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২২
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জঃ
বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের পূনর্বাসনের লক্ষ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।
শুক্রবার (১২ আগস্ট) সকালে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে সমিতির পক্ষ থেকে পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারে নগদ ৪ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আহমদ নূর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ডিপ্রস সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাফর আলী সিকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুয়েব চৌধুরী, সহসভাপতি ঝন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগ সহসভাপতি সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক লিটন সরকার, জেলা শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST