নতুন বিজ্ঞাপনে মারিয়া মিম

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

নতুন বিজ্ঞাপনে মারিয়া মিম

মারুফ সরকার , বিশেষ প্রতিনিধি : বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মডেল-অভিনেত্রী মারিয়া মিম। বেশ কিছু বিজ্ঞাপনের মডেল এবং ধারাবাহিক ও খণ্ড নাটকেও অভিনয় করেছেন। নিজেকে প্রস্তুত করছেন চলচ্চিত্রের জন্য। ছোট থেকেই মিডিয়াতে কাজ করার স্বপ্ন নিয়ে বড় হয়েছেন স্পেনে। সেখানে র‌্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। মারিয়া মিমের ক্যারিয়ার বেশি দিনের না হলেও এরইমধ্যে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে সাড়া ফেলেছেন তিনি। তারই ধারাবাহিকতায় নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন মিম। সম্প্রতি ডিপ্লোমা দুধ এর বিজ্ঞাপনচিত্রে উত্তরার একটি শুটিং হাউজে অংশ নিলেন তিনি। খুব শীঘ্রই এটি প্রচারে আসবে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ধ্রব হাসান।

এ প্রসঙ্গে মারিয়া মিম বলেন, ‘শুরুটা বিজ্ঞাপন দিয়েই। তাছাড়া বিজ্ঞাপনে কাজ করতে ভালো লাগে। সহজেই দর্শকের কাছে পৌঁছানো যায়। চলচ্চিত্রর জন্য প্রস্তুতি নিচ্ছি। এরইমধ্যে কয়েক জনের সাথে কথা হয়েছে। আশা করি খুব শীঘ্রই জানান দিতে পারব। চলচ্চিত্র, নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজ সব মাধ্যমে কাজ করতে চাই। চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে চাই।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest