ঢাকা ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
মারুফ সরকার ,বিশেষ প্রতিনিধি :
সম্প্রতি প্রকাশিত হতে যাচ্ছে বিউটি কুইন মডেল ও অভিনেত্রী শিখা খানের পার্টি সং `বুম বুম’। তিনি এই প্রথম কোনো পার্টি সংয়ে অভিনয় করলেন।আসিকুজ্জামান অপুর কন্ঠে বুম বুম শিরোনামে এই পার্টি সং টি প্রচার হতে চলছে ২৮ ডিসেম্বর লেজার ভিশন ইউটিউব চ্যানেলে।
এই সং টি সম্পর্কে শিখার সাথে কথা বললে তিনি বলেন, বাংলাদেশ এই প্রথম থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কোন পার্টি সং তৈরি হচ্ছে এবং প্রচার করা হচ্ছে আশা রাখি দর্শকরা অনেক মজা পাবে এবং খুব ভাল ভাবে গ্রহন করবে ও সকল মানুষের মুখে মুখে সকলের পার্টিতে এই সং টি থাকবে বলে আমার বিসসাস ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST