সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন l

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২১

সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন l

শামসুল কাদির মিছবাহ, সুনামগন্জ প্রতিনিধিঃ
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। মানববন্ধনে সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করাসহ গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেফতার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। অবিলম্বে রোজিনাকে মুক্তি না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

মাববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, শামস শামীম, হিমাদ্রি শেখর ভদ্র, শাহাবুদ্দিন আহমেদ, জসীম উদ্দিন, অরুণ চক্রবর্তী, ঝুনু চৌধুরী, আব্দুস সালাম, রেজাউল করিম, মাসুক আহমদ, একে কুদরত পাশা, আশিক পীর, শহীদনুর আহমেদ, সিদ্ধার্থ আচার্য, বিশ্বজিৎ সেন পাপন, আমিনুল ইসলাম, লুৎফুর রহমান, কর্ণ বাবু দাস, নজরুল ইসলাম প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest