সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত l

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুন ৪, ২০২১

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত l

শামসুল কাদির মিছবাহ, সুনামগন্জ প্রতিনিধিঃ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষ্যে জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সুনামগন্জ ইপিআই ভবনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতির বক্তব্যে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেছেন, মহামারি করোনায় স্বাস্থ্যকর্মীদের সাথে সংবাদ কর্মীরাও ফ্রন্টযোদ্ধা হিসেবে কাজ করছেন। সুনামগঞ্জের সুরক্ষায় আমরা সবাই মিলে কাজ করতে চাই। ৫-১৯ জুন পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন এ আমি আপনাদের সহযোগিতা চাই।
সিভিল সার্জন বলেন, অন্য বছর একদিনে এ ক্যাম্পেইন করা হতো। করোনার কারণে এবার পক্ষকাল ব্যাপী করা হবে। এবং জেলার দুর্গম উপজেলা ধর্মপাশা, তাহিরপুর, দোয়ারাবাজার দিরাই ও শাল্লা উপজেলার ৩৫ টি ইউনিয়নে ক্যাম্পেইন পরবর্তী আরো ৪ দিন এ কর্মসূচি চলবে। কর্মসূচিতে ৬-১১ মাস বয়সী ৪৪ হাজার ৩শ ৮৪ জন ও ১২-৫৯ মাসের ৩ লাখা ৫১ হাজার ৫শ ৩৯ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো. ওমর ফারুক ও জেলার কর্মরত সাংবাদিকরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest