সুনামগন্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

সুনামগন্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

শামসুল কাদির মিছবাহ, সুনামগন্জ প্রতিনিধি: শহরতলির হালুয়ার গাওয়ে দুই একর জমির উপর প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন হয়েছে। ১২ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় এর উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ভাটির জনপদের উন্নয়নে কাজ করার জন্য শেখ হাসিনা আমাকে মন্ত্রী করেছেন। আমাদের নেত্রীর নির্দেশে কারিগরি শিক্ষায় দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলতে আমরা কাজ করছি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরো বলেন, সারা দেশে মোট ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে ৮টি এবং সুনামগঞ্জ জেলায় ৪ টি। ভবিষ্যতে আরও নির্মাণের পরিকল্পনা রয়েছে। নতুন এই প্রশিক্ষণ কেন্দ্রে জেনারেল ইলেকট্রনিক, আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটো ক্যাড, কম্পিউটার অপারেশন, গার্মেন্টস ইন্ডাষ্ট্রিয়াল ড্রেস মেকিং এন্ড এমব্রয়ডারি ,ইলেকট্রিক্যাল,অটো মোটিভ,ওয়েলডিং এন্ড ফেব্রিকস ও ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রব প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest