সুনামগঞ্জের ছায়ার হাওরে ভেঙ্গে গেছে ফসলরক্ষা বাঁধ

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২

সুনামগঞ্জের ছায়ার হাওরে ভেঙ্গে গেছে ফসলরক্ষা বাঁধ

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরে ভেঙ্গে গেছে ফসলরক্ষা বাঁধ। রোববার সকালে শাল্লা উপজেলা সদরের ছায়ার হাওরের বোরো ফসল রক্ষার ৮১ নং পিআইসির বাঁধটি ভেঙে ঢুকছে পানি।
সুনামগঞ্জ জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ছায়ার হাওরে ৪ হাজার ৬০০ হেক্টর জমি রয়েছে। অধিকাংশ জমির ধান কাটা হয়ে গেছে।
কৃষকরা জানিয়েছেন, হঠাৎ করে বাঁধ ভেঙে যাওয়ায় সুনামগঞ্জের শাল্লা ও দিরাই উপজেলা, নেত্রকোনার খালিয়াজুরি ও কিশোগঞ্জের ইটনা উপজেলার হাজারো কৃষকের ফসল পানিতে তলিয়ে যাচ্ছে।
প্রান্তিক কৃষকরা জানিয়েছেন, তারা ৫০ ভাগ জমির পাকা ধান কেটেছেন।
শাল্লার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, ছায়ার হাওরের অর্ধেক জমির ধান কাটা হয়েছে৷ হঠাৎ করে বাঁধ ভেঙে যাওয়ায় হাওরের কৃষকদের অর্ধেক জমির ধান পানিতে তলিয়ে যাচ্ছে।
তবে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব জানান, হাওরের ৯০ ভাগ ফসল কাটা শেষ। শনিবার রাত ১১টায় কালবৈশাখী হয়েছে। রাতের ওই সময় তদারকিতে কেউ না থাকায় বাঁধটি ভেঙে গেছে। সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ছায়ার হাওরে ৪ হাজার ৬০০ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে গতকাল শনিবার পর্যন্ত প্রায় ৯৫ ভাগ ধান কাটা শেষ হয়েছে। বাকি ফসল হাওর তলিয়ে যাওয়ার আগেই কৃষকরা কাটার চেষ্টা করছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest