সীমান্ত এলাকার সুরক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন -সেক্টর কমান্ডার

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ১০, ২০২২

সীমান্ত এলাকার সুরক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন     -সেক্টর কমান্ডার

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জঃ বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান বলেছেন, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকার চোরাচালান,মাদকদ্রব্য অস্ত্রসহ বিভিন্ন চোরাই পণ্য অবৈধ উপায়ে আসা যাওয়া বন্ধের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। দিন রাত পরিশ্রম করে বিজিবি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকার সুরক্ষায় বেসামরিক প্রশাসন, জনপ্রতিনিধি সহ সকলের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন।
বিজিবির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ বিজিবি কর্তৃক আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুট,ডিডিএলজি মোহাম্মদ জাকির হোসেন, এন এস আই যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম ,পিডিবির নির্বাহী প্রকৌশলী শাহিনূর রহমান ,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম, সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহানা রব্বানী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র সহ অন্যান্য কর্মকর্তাগণ ও বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্ম কর্তা গণ উপস্থিত ছিলেন। বিজিবির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটেন সেক্টর কমান্ডার।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest