নলছিটি সুবিদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমির সোহেল মল্লিক

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

নলছিটি সুবিদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমির সোহেল মল্লিক

এইচ এম সিজার, নলছিটি
আসন্ন ই্উনিয়ন পরিষদ নির্বাচনে ঝালকাঠির নলছিটি উপজেলার ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বেন আ’ লীগের নেতা ও তরুন সমাজ সেবক, গরীব দুঃখী মানুষের বন্ধু আমির সোহেল মল্লিক।

স্থানীয়রা জানান, আমির সোহেল মল্লিক চেয়ারম্যান হিসেবে যোগ্য একজন প্রার্থী। এবারের নির্বাচনে তিনি বিপুল ভোটে পাস করার সম্ভবনা রয়েছে, এমনটেই জানান। গতবারই তার পাস করার কথা ছিল কিন্তু দূর্ভাগ্যবসত বাধ্য করে হারানো হয়েছে। এলাকার উন্নয়ন ও মডেল ইউনিয়ন করার জন্য আমির সোহেলের বিকল্প নাই।

চেয়ারম্যান প্রার্থী আমির সোহেল মল্লিক জানান, আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু ও ৫নং সুবিদপুরবাসীর দোয়া থাকলে ইনশাআল্লাহে এবার বিজয় নিশ্চিত। মডেল সুবিদপুর ইউনিয়ন গড়াই আমার মুল লক্ষ্য। এলাকার জনসাধারণ বিগত সময় আমার সাথে ছিল বর্তমানেও আছে। আমি সবসময় এলাকায় মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষৎও থাকব। আমাকে নিয়ে অনেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র ও অপ্রচার চালাচ্ছে এসব ভিত্তিহীন। তবে এসব করে কারও জনপ্রিয়তা নষ্ট করা যায় না। যারা করছে তারা বোকা স্বর্গে বাসকরছেন।

উল্লেখ্য, গত ২০১১ ও ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রার্থী


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest