ঢাকা ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১
নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম ব্যুরো
“খেলাধুলায় বাড়ে বল,
মাদক ছেড়ে মাঠে চল”এই স্লোগানকে সামনে রেখে নাজিরহাট পৌরসভাধীন ১ নং ওয়ার্ড খলিল পাড়া ক্রিকেট স্কোয়াড কর্তৃক আয়োজিত ডে-নাইট শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২১’র ফাইনাল খেলা গতকাল স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সমাজ সেবক ও শিক্ষানুরাগী,সুয়াবিল আধুনিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য এম গোলাম সরওয়ার রবিনের সভাপতিত্বে ও সংগঠক মিজানের সঞ্চালনায় ফাইনাল খেলার উদ্বোধন করেন,ভূমি কর্মকর্তা ও সাবেক ছাত্রনেতা এম জাহাঙ্গীর আলম।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী,আলোকিত সময় অনলাইন পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক এম. নুরুল আলম নুরু।
এতে সংবর্ধিত অতিথি ছিলেন, খলিল পাড়া যুব সংস্থার প্রবাসী কমিটির সভাপতি এম লোকমান হাকিম।
খলিল পাড়া ক্রিকেট স্কোয়াডের সার্বিক তত্ত্বাবধানে এতে আরো বিশেষ অতিথি ছিলেন,খলিল পাড়া যুব সংস্থার সভাপতি আমান উল্লাহ আমান,সাধারণ সম্পাদক মইন উদ্দিন মহিন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াকুব কোম্পানি,সদস্য হামিদ,আতা,নেজাম,শহিদুল্লাহ,সেলিম, তৈয়ব সিকদার,মামুন সিকদার প্রমুখ।
টূর্ণামেন্টের পৃষ্ঠপোষকতা করেছেন,খলিল পাড়া যুব সংস্থার সহ-সভাপতি আইয়ুব আলী ও খলিল পাড়া যুব সংস্থার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ছোটন কুমার শীল।
বক্তব্যে অতিথিরা বলেন,পড়ালেখার পাশাপাশি খেলাধুলা তবে খেলাধুলার পাশাপাশি যেন পড়ালেখা না হয়, সেবিষয়ে লক্ষ্য রাখতে হবে।খেলাধুলা মানুষের মনের ক্লান্তি দূর করে।খেলাধুলার মাধ্যমে যুব ও ছাত্রসমাজ মাদক থেকে দূরে থাকে।
খেলা পরিচালনার করেন অভিজ্ঞ দুই আম্পায়ার মোঃ টিপু ও রবিউল।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোঃ আবছার,ম্যান অব দ্যা টুর্নামেন্ট মোঃ মেহেরাজ।
সুয়াবিল রংধনু একতা সংঘ ক্রিকেট একাদশকে ৩ রানে হারিয়ে আজিমপুর এম.এ ক্রীড়া একতা সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST