ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাব্বির হোসেন সাকিব
ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়িতে সিএনজি, মোটরসাইকেল ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।

সোমবার (২২ মার্চ) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বিবিরহাট বাজারের উত্তর দিকে কেএম টেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহত হন নোয়াখালীর কবিরহাট এলাকার মানিক আচার্য্য (৫০) ও বছর পঁচিশের এক যুবক। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি এখনো।

আহতরা হলেন মিরেরসরাই মস্তাননগর এলাকার সুব্রত আচার্য্য (৬০) ও ফটিকছড়ির নারায়নহাট এলাকার জোবায়ের (১২)।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মীর সরওয়ার আলম বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করি। তাদের একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest