জগন্নাথপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সেমিনার

প্রকাশিত: ৬:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

জগন্নাথপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন বিষয়ে সেমিনার

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, রাষ্ট্রের জনগণের কল্যাণে আইন তৈরি করা হয়েছে। কিন্তু জনগণ সে আইন ও অধিকার সম্পর্কে অবহিত না থাকলে এর সুফল থেকে বঞ্চিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন। শুধু আইন প্রয়োগ করে পণ্যের ভেজাল রোধ বা ক্রেতা ঠকানো বন্ধ করা সম্ভব নয়। নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের সচেতন হতে হবে। তবে কেউ যাতে এই আইনের অপব্যবহার করে ব্যবসায়ীদের হয়রানি না করে এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি রাখতে হবে। ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest