ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, লবণ চাষীদের অক্লান্ত পরিশ্রম ও সরকারের সার্বিক সহযোগিতার ফলে লবণ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। ২০১৮-১৯ অর্থ বছরে লবণ মৌসুমে লক্ষ্যমাত্রার (১৬.৫৭ লক্ষ মে.টন) চেয়ে অধিক পরিমাণ অর্থাৎ ১৮.২৪ লক্ষ মে.টন লবণ উৎপাদিত হয়েছে। ১৫ নভেম্বর পর্যন্ত দেশে লবণের মজুদ ৬.৫০ লক্ষ মে.টন যা দিয়ে দেশে কমপক্ষে ৫ মাসের চাহিদা মেটানো সম্ভব। বর্তমানে চাহিদার চেয়ে অধিক লবণ মজুদ রয়েছে। চলতি ২০১৯-২০ অর্থ বছরের লবণ মৌসুমে লবণ চাষীরা ইতোমধ্যেই লবণ চাষ শুরু করেছে। তাই বর্তমানে দেশে লবণের ঘাটতি বা ভবিষ্যতে ঘাটতি সৃষ্টি সংক্রান্ত কোনো বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই।
লবণের মূল্য বৃদ্ধির গুজবের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বাজার মনিটরিং শেষে সন্ধ্যায় এক জরুরী সভায় জেলা প্রশাসক এ তথ্য উপস্থাপন করেন।
জেলা প্রশাসক বলেন, লবণ শেষ হয়ে যাচ্ছে তা নিছক গুজব। যারা গুজব ছড়িয়ে সাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের আইনের আওয়া আনা হবে। ইতোমধ্যে জেলা শহর ও উপজেলা পর্যায়ে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। কাজেই গুজবে কান না দিয়ে ধৈর্য্যধারণ করতে হবে। বাজারে পেঁয়াজের অবস্থা সম্পর্কে ব্যবসায়িদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, পেঁয়াজের গুদামজাত, পাইকারি ও খুচরা বিক্রির মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। মুনাফা লাভে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করলে তাঁর দায় সংশ্লিষ্ট ব্যবসায়িকে নিতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছদ্মবেশে প্রশাসনের লোকেরা বাজার পরিদর্শণ করবেন। কাজেই অধিক মুনাফার লাভের আশার চেয়ে সংকটকালীন সময়ে সেবার মানুষিকতা নিয়ে ব্যবসা করতে ব্যবসায়িদের নির্দেশনা প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, সুনামগঞ্জ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, জেলা মার্কেটিং অফিসার আব্দুল খালেক, সাংবাদিক শাহাবুদ্দিন আহমদ, শহীদনূর আহমেদ প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) মো, হারুনূর রশীদ,সুনামগঞ্জ রিপোর্টারর্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, র্যাব-৯ এর প্রতিনিধি নাছিম রেজা, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ি সমিতির সদস্য, সাংবাদিকবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST