ধূমপান ছেড়ে সুস্থ্য থাকতে রপ্ত করুন ৫ উপায়-এস রহমান

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

ধূমপান ছেড়ে সুস্থ্য থাকতে রপ্ত করুন ৫ উপায়-এস রহমান

-এস রহমান || ধূমপান ছাড়ার সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন নিয়েছেন তখন আর দেরি কেন? ধূমপান থেকে বিরত থাকার জন্য নানা কসরত চালিয়ে যাচ্ছেন। কিন্ত নিকোটিনের নেশা পিছু ছাড়ছে না, তাই না? যদি তাই হয়ে থাকে তবে আপনাকে জানতে হবে কিছু কৌশল। ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নেয়ার পর আপনার অবশ্যই জেনে রাখা উচিৎ, কোন বিষয়গুলো আপনাকে আবারও ধূমপানের দিকে টেনে নিয়ে যেতে পারে। টনিক বাতলে দিচ্ছে এমন কিছু টিপস, যা ধূমপানের লোভ এড়াতে সাহায্য করবে। ধূমপানের লোভ থেকে মুক্তির উপায় কোন বিষয়টি আপনাকে ধূমপান করতে আগ্রহী করে তুলবে তা আপনিই ভালো জানবেন। বিশেষজ্ঞরা বলেন, দিনের যেই সময়গুলোতে আপনার ধূমপান করতে ইচ্ছা হয় সে সময় অন্য কিছু নিয়ে ব্য¯Í থাকার চেষ্টা করা উচিৎ। ধরা যাক কাজের বিরতির সময়টায় আপনার ধূমপান করার অভ্যাস, তাহলে ধূমপান ছাড়ার পর ঐ সময়টুকু কাটাতে পারেন কোনো সহকর্মীদের সঙ্গে গল্প করে, বই পড়ে বা হেঁটে আসুন এক চক্কর। আপনার অস্বাস্থ্যকর অভ্যাসকে বদলে ফেলুন স্বাস্থ্যকর কিছুতে। আসলে ধূমপানের ইচ্ছা একেকজনের বেলায় একেক রকমভাবে জেগে ওঠে। তবে সাধারণভাবে বেশিরভাগ ধূমপায়ীর দৈনন্দিন জীবনে এমন কিছু সময় থাকে যখন ধূমপান করতে ইচ্ছা হয়। সেগুলো থেকে মুক্তি পাবেন এভাবে: ১. অফিসের কাজ, পড়াশোনা কিংবা ঘরের কাজ থেকে বিরতি: একটানা কাজ করার পর একটু বিরতি পেলেই মনটা যেন আনচান করে ওঠে সিগারেটে এক টান দেয়ার জন্য, তাই না? এমন সময় ধূমপানের বদলে যা করতে পারেন: # একটু ফেইসবুকে উঁকি দিন, ইউটিউবে কোনো ভিডিও দেখুন। # রা¯Íায় একটা চক্কর দিয়ে আসুন। # স্বাস্থ্যকর কোনো না¯Íা খান, যেমন আপেল। # রান্নাঘরে গিয়ে এক গøাস পানি খান। ২. খাওয়াদাওয়ার পরে: অনেকেই খাওয়ার পরে সিগারেট খান, ধূমপান ছাড়ার পর এই ইচ্ছা দূর করা অনেক কঠিন হতে পারে। এক্ষেত্রে যা করতে পারেন: # স্বাস্থ্যকর কোনো ডেজার্ট খান। # খাওয়া শেষে সোজা চলে যান প্লেট ধুঁতে। # কোন পাজল অথবা এক কথায় উত্তর দেয়ার কুইজে মেতে উঠুন, এতে আপনার মনোযোগ ধূমপান থেকে দূরে সরে যাবে। ৩. চা-কফি: অফিস কিংবা ক্লাসের ফাঁকে টং দোকানে দাঁড়িয়ে চায়ে চুমুক দেয়া অনেকের রোজকার অভ্যাস, সঙ্গে সিগারেট তো থাকবেই। ধূমপান ছাড়ার পর এই অভ্যাসকে যেভাবে বদলাবেন: # সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিডটা ঘুরে আসুন চা-কফি খেতে খেতে। # কোনো বই কিংবা পত্রিকা পড়ুন। # এমন কোনো বন্ধুর সঙ্গে আড্ডায় মেতে উঠুন যিনি ধূমপান করেন না। ৪. দুশ্চিন্তা: দুশ্চিন্তা অনেকের ধূমপান করার প্রধান কারণ। তবে ধূমপান করে কিন্তু দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়া যায় না, আছে আরও উপায়- # আপনার ফোনে মেডিটেশন অ্যাপ ডাউনলোড করে নিন, ৫ মিনিটের জন্য ধ্যান করুন। # ৫ মিনিট হেঁটে আসুন। # আপনার দুশ্চিন্তার কারণ নিয়ে কোনো বন্ধুর সঙ্গে কথা বলুন, হয়ত তিনি আপনাকে সাহায্য করতে পারবেন। ৫. ট্রাফিক জ্যামে কিংবা অপেক্ষার প্রহরে: অপেক্ষার কঠিন সময়টা সহজ করতে অনেকেই সিগারেট জ্বালান। এক্ষেত্রে ধূমপান ছাড়ার পর আপনি নিজেকে ব্য¯Í রাখতে পারেন অন্যকিছু দিয়ে: # কোনো অডিও বুক কিংবা গানের প্লে-লিস্ট ডাউনলোড করে নিন, শুনতে শুনতে সময় পার করে দিন। # এমন কোনো বন্ধু কিংবা আত্মীয়কে ফোন করুন যার সঙ্গে অনেকদিন কথা হয় না। # চিনিমুক্ত কোনো লজেন্স খান বা চিউয়িং গাম চিবান। # বাসে বসে থাকলে নতুন কোনো বই পড়ুন। এমন আরও অনেক উপায় আছে ধূমপান থেকে বাঁচার, একটিতে কাজ না হলে আরেকটি চেষ্টা করতে থাকুন। তবে যে পথে হাঁটা শুরু করেছেন, সেই পথ ভুলবেন না যেন। (সংগৃহীত)


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest