সুনামগঞ্জে টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে নি¤œাঞ্চল বন্যার আশঙ্কা

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

সুনামগঞ্জে টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে নি¤œাঞ্চল বন্যার আশঙ্কা

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে দুই দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে জেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর সড়ক, তাহিরপুরের আনোয়ারপুরসহ জেলার বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ ব্যহত হয়েছে। ফলে জনজীবন স্তবির হয়ে পড়েছে। বিশেষ করে নি¤œ আয়ের মানুষের ও শ্রমজীবী মানুষের জীবন দুর্বিসহ হয়ে ওঠেছে। এদিকে সুনামগঞ্জ পৌর শহরের অনেক বাণিজ্যিক ও আবাসিক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। শহরের নবীনগর, কাজিরপয়েন্ট, ষোলঘর, লঞ্চঘাট, তেঘরিয়া এলাকায় বন্যার পানিতে জনচলাচলের সড়ক তলিয়ে গেছে। অনেক দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। বিপাকে পড়েছেন নাগরিকরা। শহরের উকিলপাড়ার বাসিন্দা যুবলীগ নেতা ঝন্টু তালুকদার জানান, শনিবার ভোর ৬ টা থেকে বাসায় পানি ঢুকতে শুরু করে। বিকেলের দিকে তাদের ঘরে হাটু সমান পানি হয়েছে। এতে তাঁরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। শহরের নতুন পাড়া এলাকার বাসিন্দা জিতেশ গোপ জানান, শহরের বিভিন্ন বাসাবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুনামগঞ্জে বড় ধরণের বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সহিবুর রহমান জানান, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকার রাস্তাঘাট প্লাবিত হচ্ছে, তবে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক ডাকা হয়েছে। বন্যায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, ক্ষয়ক্ষতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest